১৯ নম্বর জাতীয় সড়কে উড়ছে ধুলো, যার জেরে সমস্যায় মোটরবাইক চালক থেকে স্থানীয়রা। পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার উপর দিয়ে পেরিয়ে গেছে ১৯ নম্বর জাতীয় সড়ক। ওই সড়কে গলসি থেকে গলিগ্রাম সহ ভাসাপুল পর্যন্ত সার্ভিস রোডে ধুলোবালির স্তর জমে রয়েছে। সার্ভিস রোডের ড্রেনের গায়ে জমে আছে ধুলোর স্তুপ। বর্ধমান থেকে দুর্গাপুরমুখী ও দুর্গাপুর থেকে বর্ধমানমুখী দুই দিকের সার্ভিস রোডে একই দশা। ওই স্থানে কোনো যানবহন একটু জোরে পেরিয়ে গেলেই রাস্তায় জমে থাকা ধুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে