কালনা ১: দুর্গার চোখে শিবলিঙ্গ, পুতুল আঙ্গিকে দেবী দুর্গার অনন্য প্রতিমা গড়ে চমক হাটগাছা এলাকার শিল্পী তাপস পালের
কালনার হাটগাছা গ্রামে এক ভিন্ন আঙ্গিকের দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লেন স্থানীয় শিল্পী তাপস পাল। প্রচলিত ধারার বাইরে গিয়ে তিনি গড়েছেন পুতুল-আকৃতির দুর্গা। শুধু দেবী দুর্গাই নয়, গণেশ, সরস্বতী, কার্তিক, লক্ষ্মী—সবারই মূর্তি গড়া হয়েছে পুতুলের আদলে। আর সবার থেকে আলাদা ভাবনার ছোঁয়া রয়েছে দুর্গার চোখে, যেখানে মনির ভেতর ফুটে উঠেছে জ্বলজ্বলে শিবলিঙ্গ।প্রায় দেড় মাসের নিরলস প্রচেষ্টায় এই অভিনব প্রতিমাটি গড়ে তুলেছেন তাপসবাবু।