পাড়া: পাহাড়িগোড়া নির্মলা চিত্ত টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে স্বর্গীয় চিত্তরঞ্জন মাহাতর তিরোধান দিবস পালন
Para, Purulia | Mar 31, 2025 পুরুলিয়া জেলার সাঁওতালডি থানার অন্তর্গত নির্মলা চিত্ত টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও দিবাকর মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে প্রতিষ্ঠাতা স্বর্গীয় চিত্তরঞ্জন মাহাতোর দশম তিরোধান দিবস উদযাপন করা হলো। সোমবার দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই অনুষ্ঠান চলে। অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে বরন করা হয়, তারপরে প্রদীপ প্রজ্