শাসনকালে কি কি কাজ করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে তারা তথ্য দিয়ে পাঁচালী আকারে একটি তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে, এই তথ্যচিত্র বা এই পাঁচালী শোনানো হবে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে। তৃণমূলের প্রচার গাড়িতে বাজবে এই পাঁচালী, যা শুনবেন সাধারণ মানুষ। শালবনীতে এমনই একটি উন্নয়নের পাঁচালীর প্রচার গাড়ির শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী।