পুরুলিয়া ২: মফস্বল থানার জয়নগরে ইঁদুর মারা বিষ খেয়ে মৃত্যু কিশোরীর
ইঁদুর মারা বিষ খেয়ে মৃত্যু হল এক কিশোরীর । পুরুলিয়া মফস্বল থানার জয়নগর এলাকাতে ঘটনাটি ঘটেছে । আজ সকালে তাকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় । মৃতার নাম মাম্পি বাউরী । দেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় সদর থানার পুলিশ ।