খোয়াই: গোপন খবরের ভিত্তিতে মাস্টারপাড়া এলাকা থেকে ১৭ লিটার দেশি মৎসহ একটি বাইক সহ ২জন আটক
Khowai, Khowai | Nov 2, 2025 গোপন খবরের ভিত্তিতে মাস্টারপাড়া এলাকা থেকে ১৭ লিটার দেশি মৎসহ একটি বাইক সহ ২জন আটক এদিন সাদা পোশাকের পুলিশ দুপুর ১২ টা নাগাদ হানা দেয় মাস্টারপাড়া থেকে বাপি দের বাড়িতে। সেখানে ১৭ লিটার বেশি মদ সহ একটি বাইক এবং দুজনকে আটক করতে সমর্থন হয় পুলিশ। পরবর্তীতে তাদেরকে সমেত সেই মালামাল গুলি নিয়ে সুভাষপার্ক আউট পোস্টে আনা হয়।