তেহট্ট ২: পলাশীপাড়া বিধায়ক মানিক ভট্টাচার্যের উদ্যোগে ঈশ্বরচন্দ্রপুরে নির্মিত হল মন্দিরের অতিরিক্ত শেড, খুশি এলাকার মানুষ
পলাশীপাড়া বিধায়ক মানিক ভট্টাচার্যের উদ্যোগে নির্মিত হল মন্দিরের অতিরিক্ত শেড। পলাশীপাড়া বিধানসভার ঈশ্বরচন্দ্রপুর বকুলতলা বারোয়ারী দুর্গা পুজো কমিটি মন্দিরের বাইরে একটি শেডের জন্য আবেদন জানান বিধায়কের কাছে, সেইমতো শেড নির্মাণের আশ্বাস দেন বিধায়ক। অবশেষে বিধায়ক তহবিলের অর্থে নির্মিত হল সেই পূজা মন্ডপে শেড, এই সেড নির্মিত হওয়ায় খুশি এলাকার মানুষ। বুধবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ সেই ছবি উঠে এলো