পাথরপ্রতিমা: পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে ১৩৮০ মিটার ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা করেন পাথরপ্রতিমার বিধায়ক
আজ অর্থাৎ ৩০ নভেম্বর সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ১৯৯ নম্বর বুথে ভূইয়া মোড় থেকে কমলেশ মাইতির বাড়ি ও উত্তম শাসমল ও গান্ধী পল্লী এসএসকে পর্যন্ত ১৩৮০ মিটার ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা করেন পাথরপ্রতিমার বিধায়ক, সুন্দরবন উন্নয়ন পর্ষদের বরাদ্দ অর্থে এই ঢালাই রাস্তার কাজ করা হবে বলে পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে