রানিগঞ্জ: আসানসোলের রানীগঞ্জ শিশু বাগান সর্বজনীন দুর্গোৎসবের কমিটির এবারের থিম মৃত্তিকা
আসানসোলের রানীগঞ্জ শিশু বাগান সর্বজনীন দুর্গোৎসব।আসানসোলের রানীগঞ্জ শিশু বাগান সর্বজনীন দুর্গোৎসব।কমিটির এবারে থিম মৃত্তিকা। ৪৫ তম পূজোতে সমগ্র মণ্ডপ মাটির ককমিটির এবারে থিম মৃত্তিকা। ৪৫ তম পূজোতে সমগ্র মণ্ডপ মাটির কলসি ও মাটির বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। কুমোরের ঘরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। এই মন্ডপে মা দুর্গা মাটির ঢিপিতে আসীন। হাতে কোন অস্ত্র নেই। স্বভাবতই অভিনব এই মণ্ডপ ও প্রতিমা দেখতে বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।