দেশপ্রাণ: শুভেন্দুর গড়ে বহুমুখী সংঘ সমবায় নির্বাচনে প্রার্থী দিতে পারলে না BJP বিনা প্রতিদ্বদিতায় জয় তৃণমূলের রাইপুরে বিজউল্লাস
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির রাইপুর পশ্চিমবাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত সোনার তরী বহুমুখী মহিলা সমবায় সংঘের নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা একচেটিয়া জয়লাভ করেছে। মোট ১৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন সবুজ শিবিরের প্রার্থীরা।ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই সমবায় সংঘের সদস্যরা ও স্থানীয় মহিলারা সবুজ আবির মেখে রাস্তায় নেমে পড়েন। আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা গ্রামাঞ্চল। অঞ্চল প্রধান জাহিরুন বিবি , এবং আব্দুল সাত্তার ও স্থানীয় নে