ঝাড়গ্রাম: SIR নিয়ে ঝাড়গ্রামে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের আলোচলা সভা
ঝাড়গ্রাম জেলায় SIR এর কাজ কেমন হচ্ছে তা খতিয়ে দেখছে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বেলপাহাড়ি ব্লকের শিলদায় এবং ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় পৃথক দুটি আলোচনা সভা করেন চন্দ্রিমা। দলীয় বিএলএ ২ দের সঙ্গে সার সংক্রান্ত বিষয়ে কথা বলেন তিনি। পাশাপাশি, আলোচোলা সভায় থেকে দলীয় নেতৃত্বদের 'দিদির দূত' নামের পোর্টালে এনিউমারেশন ফর্ম জমা দেওয়া ব্যক্তিদের তথ্য দ্রুত আপলোডের নির্দেশ দিয়েছেন তিনি।