হরিশ্চন্দ্রপুর ১: নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগে মিটনা এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীর
রাস্তা নির্মাণের নামে করা হচ্ছে দুর্নীতি। এলাকার জনপ্রতিনিধিরা এই দুর্নীতিতে যুক্ত এমনই অভিযোগের সামনে রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার বাসিন্দারা। হরিশ্চন্দ্রপুরের মিটনা এলাকায় বিক্ষোভ প্রদর্শন এর মধ্য দিয়ে প্রতিবাদ জানান এলাকাবাসী। হরিশ্চন্দ্রপুর রেলস্টেশন থেকে মিটনা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পিচিং করে নির্মাণ করা হচ্ছে। রাজ্য সরকারের তরফে প্রায় ৭৯ লক্ষ টাকা অর্থ বরাদ্দ হয়েছে।কিন্তু এই কাজের নামে সব টাকায় দুর্নীতি হচ্ছে।