দাসপুর ১: খুকুড়দহ ব্রিজে ওভারলোড লরির দাপট আটকাতে প্রশাসনের পক্ষ থেকে লাগানো হলো হাইড বার ।
ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের দাসপুর থানার খুকুড়দহ এলাকায় বসানো হলো হাইট বার। ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের খুকুড়দহ ব্রিজের স্বাস্থ্য বর্তমানে খারাপ। এই ব্রিজের উপর দিয়ে ওভারলোড লরি যাতে না যেতে পারে সেই জন্য প্রশাসনের উদ্যোগে দাসপুরের খুকুড়দহ এলাকায় বসানো হলো হাইট বার।