কেতুগ্রাম ২: “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবির অনুষ্ঠিত হল কেতুগ্ৰামের উদ্ধারণপুরে, শিবির পরিদর্শন করলেন বিধায়ক
“আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবির অনুষ্ঠিত হল কেতুগ্ৰামের উদ্ধারণপুরে। সোমবার আনুমানিক দুপুর ২টা নাগাদ ওই শিবির পরিদর্শন করেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ। সঙ্গে ছিলেন কেতুগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস সহ অনান্যরা। প্রসঙ্গত, রাজ্য সরকারের এই কর্মসূচি “আমাদের পাড়া, আমাদের সমাধান”-এর মাধ্যমে প্রত্যেক বুথ পিছু ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়। স্থানীয়রাই ঠিক করবেন সেই টাকায় এলাকার কি উন্নয়নমূলক কাজ হবে।