গলসিতে MLA কাপের প্রথম সেমিফাইনালে জয়ী কোটা, পুরসা গ্রাম কমিটির উদ্যোগে গত ৮ ডিসেম্বর থেকে আটটি দল নিয়ে শুরু হয়েছে এম এল এ কাপ। রবিবার দুপুর তিনটে ৩০ মিনিটে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে মুখোমুখি হয় গলসি ইউনাইটেড স্পোর্টস ও কোটা সুমন্ত একাদশ। প্রথমার্ধে দু’দলই বল দখলের লড়াইয়ে ব্যস্ত থাকলেও ম্যাচের ৯ মিনিটে কিরন টুডুর গোলে এগিয়ে যায় কোটা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গলসি ইউনাইটেড আক্রমণে ঝাঁপিয়ে পড়ে।