নলহাটি ১: বিশেষ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাজা উদ্ধার নলহাটিতে, গ্রেপ্তার এক মহিলা সহ চারজন
বিশেষ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাজা উদ্ধার নলহাটিতে, গ্রেপ্তার এক মহিলা সহ চারজন। গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক, নলহাটি থানা পুলিশকে সঙ্গে নিয়ে একটি বিশেষ অভিযান চালান নলহাটি-আজিমগঞ্জ রেলগেট সংলগ্ন তেতুলতলা বাসস্ট্যান্ড এলাকায়, এই অভিযানে নেমে গতকাল রাত্রি বারোটা নাগাদ এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ, তাদের কাছে থাকা চারটি বেগ থেকে উদ্ধার হয় সেলোটেপে মোড়ানো গাঁজা ভর্তি ২৫ টি প্যাকেট। মোট ওজন আনুমানিক প্রায় ২৫ কেজি।