তালড্যাংরা: অসুস্থ হনুমানের ত্রাতা ইন্দপুর বন দফতর
বেলুট গ্রামে একটি অসুস্থ হনুমানকে উদ্ধার করল ইন্দপুর বন দফতর। স্থানীয়দের মতে, সকাল থেকে হনুমানটি গাছে অসহায় অবস্থায় বসে ছিল। তাঁর অবস্থা দেখে তৎক্ষণাৎ বন দফতরে খবর দেন গ্রামবাসীরা। সন্ধ্যায় বনকর্মীরা জাল পেতে সাবধানে তাকে নামিয়ে আনেন। দফতর সূত্রে জানা যায়, কোনও চোট লাগেনি এবং নিরাপদে তাঁকে দফতরে এনে চিকিৎসা শুরু হয়েছে। সময়মতো পদক্ষেপে প্রাণীটি বড় বিপদ থেকে রক্ষা পেল।