চুঁচুড়া-মগরা: চুঁচুড়ার অন্নপূর্ণা গঙ্গার ঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন
অন্নপূর্ণা গঙ্গার ঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। চুঁচুড়া শহরে একাধিক কালীপুজো হয়। একদিকে যেমন রয়েছে বাড়ির পুজো পাশাপাশি রয়েছে বারোয়ারির পুজো। আজ প্রতিমা নিরঞ্জনের পালা। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে অন্নপূর্ণা গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যার পর থেকে একে একে প্রতিমা আসতে শুরু করে অন্নপূর্ণা গঙ্গার ঘাটে। এরপর এই একে একে বিসর্জন শুরু হয়। দুর্ঘটনায় এরাতে গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছে পুলিশ।