বালি-জগাছা: হাওড়া টিকিয়াপাড়া এলাকায় লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগের ভিত্তিতে ধৃত এক মহিলা
অভিনব প্রতারণা। ঋণ পাইয়ে দেবার নামে একাধিক মহিলার সাথে প্রতারণার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে।টিকিয়াপাড়া এলাকার ঘটনা।হাওড়া থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ওই মহিলাকে। হাওড়ার হামিদ মুন্সি লেনের বাসিন্দা সাহিন খাতুন(৩০)।তার বিরুদ্ধে অভিযোগ ঋণ পাইয়ে দেবার নামে একাধিক মহিলার সাথে প্রতারনা করেছেন।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় টিকিয়াপাড়া এলাকায়।আজ ক্ষোভে ফেটে পড়েন প্রতারিত মহিলারা।অভিযুক্তের মাকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা।