ক্যানিং ১: উত্তর বেলেগাছিতে নিকট আত্মীয়ের হাতে আক্রান্ত এক যুবক, চিকিৎসাধীন ক্যানিং মহকুমা হাসপাতালে
নিকট আত্মীয়দের হাতে আক্রান্ত হলেন এক যুবক। আহতের নাম আব্দুল বারিক সর্দার। বারুইপুর থানার অন্তর্গত উত্তর বেলেগাছি গ্রামে। গুরুতর জখম হওয়ায় রাতেই তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছেন আব্দুল বারিক। তাঁর অভিযোগ, নিকট আত্মীয় আনার ঢালি, আনসার ঢালিরা মারধর করেছেন তাঁকে। এক ভাগ্নার স্ত্রীকে নিয়ে অশান্তি হচ্ছিল বাড়িতে, সে বিষয়ে কথা বলতে গেলে আব্দুল বারিককে মারধর করা হয় বলে অভিযোগ। ঘট