কোচবিহার ২: "মোবাইলে গেম খেলতে গিয়ে প্রেম"অসম থেকে ছুটে এলো তরুণী,চাঞ্চল্য কোচবিহার খাগড়াবাড়িতে
মোবাইলে গেম খেলতে গিয়ে প্রেম,অসম থেকে ছুটে এলো তরুণী,চাঞ্চল্য কোচবিহার খাগড়াবাড়িতে।জানা গেছে কোচবিহার তুফানগঞ্জের ১যুবকের সাথে মোবাইলে গেম খেলতে গিয়ে অসমের তরুণীর প্রেমের সম্পর্ক তৈরি হয়।এদিন ওই যুবকের সাথে বিয়ে করার উদ্দেশ্য নিয়েই অসম থেকে তুফানগঞ্জ ছুটে আসে তরুণী। এরপর তুফানগঞ্জ থেকে ওই যুবকের সাথে অন্যত্র পালাতে গিয়ে কোচবিহার খাগড়াবাড়ি এলাকায় তাদের ধরে ফেলে যুবকের পরিবারের লোকজন। পরবর্তীতে পুন্ডিবাড়ী থানার পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।