বিনপুর ২: শীতে বেলপাহাড়ীতে দুঃস্থ মানুষজনকে শীতবস্ত্র বিতরণ
শীতার্তদের পাশে দাঁড়াল এন্টি করাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। জানা গেছে মঙ্গলবার বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ীতে এন্টি করাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার পক্ষথেকে বেলপাহাড়ীর প্রায় ৩০০ জন মানুষকে শীত বস্ত্র বিতরণ করা হয়। সমাজের সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের প্রতি সহানুভূতি এবং সামাজিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানান উদ্যোক্তারা। এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী।