করিমপুর ১: আগুনে পুড়ে ছাই তিনটি বাড়ি।
আগুন ভষ্মীভূত তিনটি বাড়ি ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার করিমপুর বিধানসভার শিকারপুর অঞ্চলের কেচুয়া ডাঙার আজিম পাড়াই । স্থানীয় প্রতিবেশি ও দমকল বাহিনীর সহযোগিতায় আসবাবপত্র অল্প কিছু বাঁচানো যায় । বেশি অংশ পুড়ে ছাই হয়ে গেছে আহত কোন খবর নেই । ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পরিদর্শনে এলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় । আজ বেলা তিনটে নাগাদ উঠে এলো এমনই ছবি ।