নানুর: পুলিশি তৎপরতায় বাসাপাড়া থেকে ৩৫ হাজার টাকা মূল্যে জিনিস পত্র খুঁজে পেয়ে খুশি এক ট্রাক চালক
জিনিসগুলোর বাজার মূল্য প্রায় ৩৫ হাজার টাকা, সেগুলো যে আবার ফিরে পাবে তা কখনো ভাবতেই পারেননি ট্রাকের ড্রাইভার তথা মালিক রাম প্রভাষ পাণ্ডে।আসলে কোলকাতা থেকে বেশ কিছু কৃষিজ সার জাতীয় সামগ্রী নিয়ে শিলিগুড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। নানুরের পালিতপুর মোড় এর কাছে রাস্তায় রবিবার মধ্যরাতে ট্রাকভর্তি সামগ্রীর মধ্যে থেকে আটটি বস্তা ও দুটি কার্টুন পড়ে যায়। সেগুলো নজরে পড়ে নানুর থানার এএসআই জিয়াউল মির্জা ও তার সঙ্গে থাকা পুলিশকর্মীদের।এরপরেই ওই সামগ্রীগুলো।