তেলিয়ামুড়া: গণকী এলাকায় দুই বাইকে মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন
খোয়াই গনকী এলাকায় দুই বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় আজ রাত ৯ টা নাগাদ। এই সংঘর্ষের ফলে আহত হয়েছে এক বাইকে থাকা দুই বাইক আরোহী। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরকে। আহতদের উদ্ধার করে যারা হাসপাতালে নিয়ে যায়।