নলহাটি ২: শীতলগ্রামে ভারতীয় জনতা পার্টির বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত জেলা সম্পাদক ও প্রাক্তন জেলা সম্পাদক
বিকেল পাঁচটা নাগাদ অনুষ্ঠিত হয় হাঁসন দুই নম্বর মন্ডলের নলহাটি দুই নম্বর ব্লকের শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েতের শীতলগ্রামে ভারতীয় জনতা পার্টির অঞ্চল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। দুর্গাপুজোর পর নেতৃত্ব ও কর্মীদের একে অপরের সাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখের মাধ্যমে আসন্ন ২০২৬ নির্বাচনকে মাথায় রেখে এই বিজয়া সম্মেলনী বৈঠক। এছাড়াও ওই বৈঠকে বি,এল,এ দুই এর প্রমুখদের নিয়ে একটি প্রশিক্ষণ বৈঠকো করা হয়।