বর্ধমান ১: সহবাসের পরও কিশোরীর সঙ্গে সম্পর্ক অস্বীকার,ধর্ষণের অভিযোগে নতুনগ্রাম থেকে ১ যুবককে গ্রেপ্তার করলো বর্ধমান মহিলা থানা
ধৃতের নাম শামিম শেখ। কাটোয়ার শ্রীখণ্ডে তার আদিবাড়ি। বর্তমানে সে দেওয়ানদিঘি থানার নতুনগ্রামে থাকে। নতুনগ্রামের বাড়ি থেকে বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে পকসো অ্যাক্টের ৬ ধারায় মামলা রুজু হয়েছে। বুধবার ছুটি থাকায় ধৃতকে পকসো আদালতের পরিবের্ত সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে পাঁচদিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে বৃহস্পতিবার ধৃতকে পকসো আদালতে পেশের নির্দেশ,