পটাশপুর ২: তৃণমূল নেতার মেয়ের সঙ্গে প্রেম,নেতার পরিবারের মারধরে অভিমানে আত্মঘাতী জুনবনির যুবক, নেতার শাস্তির দাবি পরিবারের
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির বাদলপুর গ্রাম পঞ্চায়েতের জুনবনি এলাকায় তৃণমূল নেতা অনুপম বেরার মেয়ের সঙ্গে এলাকার ২৪ বছরের যুবক গৌড় শংকর গিরি প্রেমের সম্পর্ক জানায়া নিয়তেই যুবককে মারধর করার অভিযোগ ওঠে নেতার বিরুদ্ধে |অভিমানে ৪ ডি যুবক কীটনাশক পান করে,আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় থাকিস চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, গত শুক্রবার যুবকের মৃত্যু হয় গতকাল যুবকের মৃতদেহ বাড়িতে পৌছাতেই পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়এলাকাবাসীরা.