রাজগঞ্জ: ডামডিম বাজারে নবনিযুক্ত তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক সুশিল কুমার প্রসাদকে সম্বর্ধনা দেওয়া হয়েছে
পদ থাকুক বা না থাকুক, আমরা ঐক্যবদ্ধভাবে দলের হয়ে কাজ করে যাবো। শনিবার বিকেল চারটা নাগাদ মাল ব্লকের ডামডিম বাজারে আয়োজিত এক সংবর্ধনা সভায় এমন মন্তব্য করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সাধারণ সম্পাদক সুশীল কুমার প্রসাদ ওরফে বাবুয়া।উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ তৃণমূলের জেলা কমিটির নাম ঘোষণা করেন। সেই তালিকায় সাধারণ সম্পাদক পদে জায়গা পান সুশীল কুমার প্রসাদ।