সিউড়ি ১: মানবিক মুখ সিউড়ি থানার কনস্টেবল মোশারফ হোসেনের
মানবিক মুখ সিউড়ি থানার কনস্টেবল মোশারফ হোসেনের। সিউড়ি শহরে টোটো থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ৫৫ বছরের সুখেন বাদ্যকর নামে এক ব্যক্তি। বাড়ি তাঁর পাঁচড়ায়। আজ ৮ই অক্টোবর আনুমানিক দুপুরের দিকে হাত-পা ভেঙে রাস্তায় অনেকক্ষণ পড়ে থাকলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। ঠিক সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানবিকতার পরিচয় দেন সিউড়ি থানার কনস্টেবল মোশারফ হোসেন।তিনি তড়িঘড়ি আহত ব্যক্তিকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যান, বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করান এবং ভর্তি