বরাবাজার: গ্রামে মদ বিক্রির প্রতিবাদে পুড়িয়ারা গ্রামে মিছিল করলো স্বনির্ভর দলের মহিলারা
গ্রামের অনেক বাড়িতে বিক্রি হচ্ছে অবৈধ চোলাই মদ এ'বার তারই প্রতিবাদে পুড়িয়ারা গ্রামে স্বনির্ভর দলের মহিলারা করলো প্রতিবাদ মিছিল শনিবার সকাল দশটা নাগাদ। মিছিল শেষে তারা মদ বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক সভা অনুষ্ঠিত করে পুড়িয়ারা ষোল আনা দুর্গা মন্দির প্রাঙ্গনে। স্বনির্ভর দলের মহিলারা জানান, গ্রামে চলছে অবৈধ মোদের রমরমা কারবার সেই মদ খেয়ে অসুস্থ হচ্ছে বাড়ির পুরুষ মানুষেরা, বাড়িতে কারণে-অকারণে করছে অশান্তি, অবৈধ আমাদের কারবার যাতে বন্ধ হয় তার জন্