মানবাজার দু নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে মানবাজার-২ নম্বর ব্লকের বিডিও কে একাধিক দাবিতে স্মারকলিপি দেওয়া হলো।বৃহস্পতিবার বেলা ১ টা নাগাদ ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।কৃষকদের ধান বিক্রির সুযোগ,সরকারি দামে বালি বিক্রি, সোলার লাইট গুলি নির্মাণ ও রিপেয়ারিং এর ব্যবস্থা সহ ছয় দফা দাবিতে আজকে ডেপুটেশন কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন মানবাজার-২ নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি ধীরেন মাহালি সহ দলীয় কর্মীরা।