জামবনি: হাতি প্রবেশ করতেই আস্তি, মালবাঁধি সহ একাধিক এলাকায় সতর্কতা জারি করল বনদপ্তর
অব্যাহত হাতির আসা যাওয়া, মঙ্গলবার রাত্রি আনুমানিক ৮ টা ৪০ মিনিট নাগাদ ফের হাতির প্রবেশ জামবনি ব্লকের গিধনি রেঞ্জের গদরাশোল বীটের অন্তর্গত রেহড়া কুড়ারিয়া গ্ৰাম লাগোয়া এলাকায়। হাতি প্রবেশ করতেই তড়িঘড়ি জামবনি ব্লকের আস্তি,মালবাঁধি,ভুরসান,কুড়ারিয়া , রেহড়া সহ একাধিক এলাকায় সতর্কতা জারি করা হয় বনদপ্তরের পক্ষথেকে। রাতে বাড়ি থেকে বেরোতে বারণ করা হয় এই সমস্ত এলাকার মানুষ জনদের।