চাপড়া: আজ সন্ধ্যায় চাপড়ার পিঁপড়াগাছির বাদলাঙ্গীতে শর্ট বাউন্ডারি ক্রিকেট এবং হাডুডু খেলার শুভ উদ্বোধন হলো
Chapra, Nadia | Oct 25, 2025 চাপড়ার পিঁপড়াগাছির বাদলাঙ্গীতে শর্ট বাউন্ডারি ক্রিকেট এবং হাডুডু খেলার শুভ উদ্বোধন হলো, আজ সন্ধ্যায় পিঁপড়াগাছি অঞ্চলাধীন বাদলাঙ্গী গ্রামের প্রগতি সংঘের পরিচালনায় একটি শর্ট বাউন্ডারি ক্রিকেট এবং হাডুডু প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়, উপস্থিত ছিলেন চাপড়া থানার আই. সি. অনিন্দ মুখার্জি, নদীয়া জেলা পরিষদের প্রাক্তন সদস্য সমর কুমার ঘোষ, চাপড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধক্ষ্য রাইহান মোল্লা, মহৎপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সফিউদ্দিন আহমেদ,