রানিবাঁধ: রানিবাঁধে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ঘিরে বিক্ষোভে বিস্ফোরণ: লাঠিচার্জে উত্তাল এলাকা, আটক বহু
মিথ্যা চুরির অপবাদে পরিচারককে মারধর ও তাঁর দিদিকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পুলিশ আধিকারিকের শাস্তির দাবিতে রানীবাঁধ বাজারে টানা পথ অবরোধে উত্তেজনা ছড়ায়। আজ সকাল ১০টা থেকে স্থানীয় গ্রামের মানুষ ও বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হন। তিন ঘণ্টা ধরে বন্ধ থাকে খাতড়া রানিবাঁধ রাস্তায় যান চলাচল। বারবার অনুরোধ ও তদন্তের আশ্বাস সত্ত্বেও অবরোধকারীরা অনড় থাকায় দুপুরে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়। আটক করা হয় কয়েকজনকে