মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে দুই বাইক আরোহীকে গ্রেফতার করলো কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।ধৃত দুইজনের মধ্যে একজন কাঁকসায় ও একজন বুদবুদের বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর এদিন কাঁকসায় হাসপাতাল মোড়ের কাছে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের আন্ডার পাশে ট্রাফিক পুলিশের অভিযান চলার সময় দুই বাইক আরোহীকে আটকে তাদের জিজ্ঞাসাবাদ করার সময় তাদের মেশিন দিয়ে পরীক্ষা করতেই তাদের মধ্যপ অবস্থায় পায়।তার পরেই তাদের গ্রেফতার করে।