প্যারেড গ্রাউন্ডে সোনার গহনা চুরি কাণ্ডে ১৮ জনকে গ্রেফতার করে আদালতে তোলা হলে তাদের মধ্যে পাঁচজনকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে দশদিনের জন্য। ১৮ জনের একটি দল ব্যান্ডেল থেকে এসে আলিপুরদুয়ারে চুরি করে পুলিশের হাতে ধরা পড়ে। সোমবার তাদের আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পাঁচজনকে দশ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে জানা গেছে পুলিশের কাছ থেকে।