কাঁথি ৩: দক্ষিণ নরঘাটে INTTUCর পরিচালিত বিশ্বকর্মা পুজোর আজ উদ্বোধন করেন INTTUC রাজ্য সম্পাদক বিকাশ চন্দ্র বেজ
পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ নরঘাটে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোর আজ উদ্বোধন করেন INTTUC রাজ্য সম্পাদক বিকাশ চন্দ্র বেজ।এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সোহম চক্রবর্তী,প্রাক্তন বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য,সভাধিপতি উত্তম বারিক,ব্লক সভাপতি সুনীল প্রধান সহ অন্যান্য নেতৃত্ব গন