বর্ধমান ১: বীরভূম জেলার কালিপুর এলাকায় সাংসারিক অশান্তির কারণে বিষ খেয়ে আত্মঘাতী হলো এক যুবক
মৃতের নাম ভাস্কর অঙ্কুর ২৭. তার বাড়ি বীরভূম জেলার কালিপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভাস্কর প্রতিদিনই নেশা ভঙ্গ করতো, এই নিয়ে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হতো। ৩ তারিখ অশান্তি চরণে যায়, এরপর ভাস্কর মদ্যপ অবস্থায় বিষ খেয়ে নেয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন বুধবার দুপুরে তার মৃত্যু হয়।