নিতুড়িয়া: নিতুড়িয়া থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে অবৈধ মদ বিক্রির অভিযোগে চারজন গ্রেফতার
পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকার বিভিন্ন জায়গায় পুজোর আগে অবৈধ মদ বিক্রি বন্ধে পুলিশ তৎপর হয়েছে। অবৈধ মদ বিক্রি বন্ধে সোমবার রাতে নিতুড়িয়া থানার পুলিশ এলাকায় বিশেষ অভিযান চালায়। নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতরের পক্ষ থেকেও অভিযান চালানো হয়। অভিযানের নেমে বিভিন্ন এলাকা থেকে মোট চারজনকে অবৈধ মদ বিক্রি করার সময় গ্রেফতার করে নিতুড়িয়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট ৩১ বোতল দেশি মদ উদ্ধার হয়েছে।