রানিনগর ২: রানীনগর বাজারে পথদুর্ঘটনা " আহত মারুতি ভ্যানচালক
আজ রাতে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা এলাকার রাণীনগর বাজারে মারুতি ভ্যান এর নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক বলে ধাক্কা আহত মারুতি ভ্যানচালক জানা গিয়েছে উক্ত মারুতি ভ্যানচালক গোধন পাড়ার দিক থেকে শেখ পাড়ার পথে যাচ্ছিলেন সে মতো অবস্থায় রাণীনগর বাজারে মারতি ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সরকারের পাশে থাকা একটি ইলেকট্রিক প্রলে ধাক্কা মারে ঘটনাস্থলে আহত হয় উক্ত মারুতি ভ্যান চালক স্থানীয় লোকজনের তৎপরতায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোধনপাড়া গ্রামীণ হাসপাতল