কোন পার্টির লোক সাহায্য করে না, পাশে দাঁড়ালেন সাংসদ, তবে মনিমালা দাশের আক্ষেপ ডাক্তার দেখানোর কথা ভুলে গেলেন দিদিকে বলতে। আজ বৃহস্পতিবার বৈকাল পাঁচটা নাগাদ পান্ডুয়া সরাই গ্রামে এমনটাই জানালেন মনিমালা দাস নামে এক মহিলা।। প্রসঙ্গত আজ পান্ডুয়া সরাই তিন্না গ্রাম পঞ্চায়েতে সরাই জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের একটি উদ্বোধনি অনুষ্ঠানে আসেন হুগলি সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের আনন্দ মুহূর্তের মাঝে মাঝ বইসি এক মহিলা চোখের জলে আর্তনাদ করে উঠলেন সাংসদের কাছে।