এগরা ১: কাউন্সিলর পুত্রের অবৈধ দখল এগরার ৬নং ওয়ার্ডের বিশ্রামাগার দীর্ঘ আইনে লড়াইয়ের পর দখলমুক্ত করে ভেঙে গুঁড়িয়ে দিল PWD
এগুলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ত্রিকোণ পার্ক সংলগ্ন এলাকায় অবৈধভাবে দখল করেছিল ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সাউ পুত্র সায়ন্ত সাউ,এগরা পৌরসভা চেয়ারম্যান স্বপন নায়েকের উদ্যোগে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় দখল মুক্ত করা হয় আজ বুলডোজার দিয়ে পিডব্লিউডি ভেঙে গুড়িয়ে দেয়।.দখলমুক্ত এই পদক্ষেপ এগুলো বাসি অত্যন্ত আনন্দিত বলে জানা গেছে |