হিলি: ভারত থেকে মদ কিনে দেশে ফেরার পথে হিলিতে বিএসএফের হাতে ধরা পড়ল দুই বাংলাদেশী যুবক, উদ্ধার একাধিক মদের বোতল
বাংলাদেশ থেকে মদ কিনতে ভারতে অনুপ্রবেশ। ভারতের হিলি থেকে মদ কিনে দেশে ফিরতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ল দুই বাংলাদেশি। সোমবার রাতে তাদের হিলি থানার আপ্তৈর থেকে ধরে বিএসএফ। ধৃতদের নাম মহম্মদ মিঠু (৩২) ও সবুজ আলি মোল্লা (২২)। বাড়ি বাংলাদেশের হাকিমপুর থানার ফকিরপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় পাচারকারীদের সহায়তায় হিলি সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করে। এরপর তারা ৩৪ বোতল বিদেশি মদ কিনে দেশে ফিরছিল। ফেরার পথে বিএসএফের হাতে ধর পড়ে।