সন্দেশখালীর ভোলা ঘোষকে ট্রাক চাপা দিয়ে খুনের চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। তদন্তে জানা গেছে, কয়েক লক্ষ টাকার সুপারি নিয়ে আলিম নিজেই ১৬ চাকার ঘাতক ট্রাকটি চালাচ্ছিল। বাসন্তী রোডের সেই ভয়াবহ দুর্ঘটনায় ভোলা ঘোষ প্রাণে বাঁচলেও, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ছোট ছেলে এবং গাড়িচালকের। এই নিয়ে মামলার মোট ৫ জন গ্রেফতার হলো। পুলিশি জেরায় উঠে এসেছে পরিকল্পিত ষড়যন্ত্রের তথ্য। সোমবার বিকেল ৪টে নাগাদ আলিমকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে ১০ দি