তমলুক: মেচেদা রেল স্টেশনে মালগাড়ির বগীর উপর উঠে পড়ল মানসিক ভারসাম্যহীন যুবক,উদ্ধার করতে হিমশিম রেল পুলিশের
পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির বগির উপর উঠে পড়ল মানসিক ভারসাম্যহীন যুবক স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা খবর দিলে রেল পুলিশ উদ্ধার করতে আছে কিন্তু মাল গাড়ির উপরে ওভারহেডের বিদ্যুতের তার থাকায় যুবকটিকে উদ্ধার করতে হিমশিম খায় রেল পুলিশ |পরে বিদ্যুতের কানেকশন বন্ধ করে যুবকটিকে নামায় প্রভু যাদব নামে এক রেল পুলিশ এই ঘটনায় স্টেশন ছাত্রের চঞ্চলা ছড়িয়ে পড়ে |যুবকটি র পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ |