কালচিনি: হাসিমারা বায়ুসেনা ছাউনি সংলগ্ন এলাকায় বুধবার দাপিয়ে বেড়ালো বাইশন
হাসিমারা বায়ুসেনা ছাউনি সংলগ্ন এলাকায় বুধবার দাপিয়ে বেড়ালো বাইশন। যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিন বিকেল পাঁচটা নাগাদ এলাকার বাসিন্দারা জানন এদিন জঙ্গল থেকে বায়ুসেনা ছাউনির বাইরের চত্বরে চলে আসে একটি বাইশন।এরপরই এদিক ছোটাছুটি শুরু করে বাইশনটি।খবর পেয়ে জলদাপাড়ার আধিকারিক ও বনকর্মীরা পৌঁছে কয়েক ঘন্টার প্রচেষ্টায় বাইশনটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হয়।