বারাবনী: লছিপুরের চবকা যৌন পল্লীতে দুর্গাপুজোর আয়োজন
লছিপুরের চবকা যৌন পল্লীতে দুর্গাপুজোর আয়োজন মা দুর্গার মুর্তির কাঠামোয় যাদের বাড়ির মাটি এনেই প্রথম প্রলেপ পড়ে এরপর মায়ের প্রতিমা তৈরি করা হয় সে যৌন কর্মীরাই থাকতেন মায়ের পুজোয় নিন্দিত।এমনকি পুজোর দিনগুলি কোনো মন্দিরে তারা অবাধ যাতায়াত করতে পারতেন না সমাজের লজ্জায় ।এবার তাদের জন্য আসানসোলের কুলটি এলাকার লছিপুর স্থিত চবকা যৌনপল্লীতে মহা ধুমধামে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে গত কয়েক বছর ধরে। যৌন কর্মীরাও নিয়মরীতি মেনেই করেন দুর্গাপুজো। আজ নব পত্রিকা স্ন