বুধবার দুপুরে মেমারি থানার অন্তর্গত গোপ গন্তার-২ নং অঞ্চলে মেমারি শঙ্করপুর কালনা রোডে মহাকালী রাইস মিল এর কাছে একটি বাইকের পিছনে একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে। বাইকে থাকা তিন আরোহী পরে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠায়। খবর দেওয়া হয় মেমারি থানাকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চার চাকা গাড়িটি আটক করে।