মন্দিরবাজার: সুন্দরবন পুলিশ জেলার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হল মন্দির বাজারের বিজয়গঞ্জ বাজারে, উপস্থিত বিধায়ক
গাড়িচালক ও পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করতে সুন্দরবন পুলিশ জেলার আদেশে মন্দির বাজার থানার পক্ষ থেকে বিজয়গঞ্জ সাব ট্রাফিক গার্ডের আয়োজনে আজ অর্থাৎ ৫ই জুলাই দুপুরে ট্যাবলো গাড়ি ও সাইকেল র্যালী করে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি শুরু হয়, শেষ হয় বিজয়গঞ্জ বাজার ৩ মাথার মোড়ে, সেখানে হেলমেট বিহীন কয়েকজন মোটরবাইক চালকের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে